১৭ জুলাই ২০২৩ ইং প্রকাশিত সংবাদ।

গাজীপুরে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক আটক জাতীয়  |বিশেষ প্রতিনিধী:গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।  শনিবার (১৬ জুলাই) দিনগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।  আটক মো. সিহাব উদ্দিন (২৭) গাজীপুরের শ্রীপুর উপজেলার চরদমদমা এলাকার আ. সামাদ মোল্লার ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-ডিবি) মো. আসাদুজ্জামান জানান, কাঁধে ব্যাগ নিয়ে পায়ে হেঁটে ভোগড়া বাইপাসের দিকে যাচ্ছিলেন সিহাব। এ সময় পুলিশের চেকপোস্ট দেখে সিহাব দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে তার দেহ তল্লাশি করে। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। তিনি জানান, এ ঘটনায় সিহাবের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।সুত্র:বাংলানিউজ 24

Published by এবিসি বাংলা 21

http://abcbanglatv.xyz

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started