20/07/2023 ইং প্রকাশিত।

কিডনি কেনা-বেচা চক্রের ৫ সদস্য গ্রেফতার নগর জীবন  |   ২ ঘণ্টা আগে অনলাইন ডেস্ক দেশে অবৈধভাবে কিডনি কেনা-বেচা সক্রিয় চক্রের অন্যতম মূলহোতা মো. আনিছুর রহমানসহ (২৯) পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি দল। এসময় তাদের নিকট থেকে অঙ্গিকারনামা এবং ভুক্তভোগীর সঙ্গে করা চুক্তির এফিডেভিট কপি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ Copyright © 2015-2023 bd-pratidin.com

Published by এবিসি বাংলা 21

http://abcbanglatv.xyz

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started