01/08/2023

অমৃত রায়, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বানী ভবন হলে অবস্থিত মন্দির ব্যবহারের অনুমতি পাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা রোজ রবিবার (২৩/০৭/২৩) উপাচার্য বরাবর সনাতনী পাঁচশতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরিত  লিখিত আবেদন জমা দেয়। উপাচার্য মহোদয় বিষয়টি বিবেচনায় এনে আবেদনটি পূজা উদযাপন কমিটির আহ্বায়ককে দ্রুততর সময়ে মন্দির পরিদর্শন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠাকালীন সময় থেকে কোনো মন্দির বা উপাসনালয় নেই। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত জায়গা না থাকায় নতুন করে মন্দির স্থাপনের চেষ্টাও বারংবার ব্যর্থ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন বানী ভবন হলে বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বসবাস করেন। সেখানে অরক্ষিত অবস্থায় একটি মন্দির আছে। পরিচর্যা না থাকায় আর জায়গাটি দখলে সংরক্ষিত না হওয়ায় মন্দিরের জায়গা অবহেলিত হয়ে আছে। তাই বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে পূজা উদযাপন কমিটির তত্বাবধানে মন্দির ব্যবহারের জন্য পাঁচশতাধিক শিক্ষার্থীর সম্মতি সূচক সাক্ষর নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়। আবেদনের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন কমিটির আহ্বায়ক সহ শিক্ষকগণ মন্দির পরিদর্শন করেন এবং দ্রুত সময়ের মধ্যে এর রিপোর্ট জমা দিবেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা মন্দির ব্যবহার করতে পারবেন।

Published by এবিসি বাংলা 21

http://abcbanglatv.xyz

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started