04/08/2023

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ স্বামী -স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার একটি টিম আজ ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে হানিফ পরিবহন নামে একটি বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরাহলো, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বইসামোড়া গ্রামের মোজাম্মেল হক (৩২) ও তার স্ত্রী শাহেদা (২৭)। অধিদপ্তরের এসআই আবির হাসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বগুড়ার শাহজাহানপুর উপজেলার  সাজাপুরে জব্বার হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পাশে মহাসড়কে ঢাকা থেকে নওগাঁগামী  হানিফ পরিবহনের একটি বাস  (ঢাকা মেট্রো -ব- ১৫-৮২০৬) থামিয়ে এতে তল্লাশি করা হয়। এ সময় যাত্রীবেসে থাকা ওই দম্পতিকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। তারা   ঢাকা থেকে যাত্রীবেশে ওই বাসে চেপে ওই পরিমাণ গাঁজা বাসের সিটের পাশে নিয়ে নওগাঁয়   যাচ্ছিল। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এসআই আবির হাসান  নিজেই এ মামলার বাদি হয়েছেন।

Published by এবিসি বাংলা 21

http://abcbanglatv.xyz

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started