05/08/2023

সন্তান হত্যাকারীদের বিচারের দাবিতে মায়ের আর্তনাদ দেশগ্রাম  |   ২ ঘণ্টা আগে বরগুনা প্রতিনিধি বরগুনায় আলোচিত কিশোর সুজন হৃদয়ের হত্যাকারীদের ন্যায় বিচারের মাধ্যমে শাস্তির দাবিতে বরগুনার রাজপথে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে হত্যার শিকার সুজন হৃদয়ের মা ফিরোজা বেগমের নেতৃত্বে এতে অংশ নেন এলাকাবাসী। এসময় হৃদয়ের মা ফিরোজা বেগমের আর্তনাদে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। এসময় তিনি অভিযোগ করেন, আদালতে প্রকাশ্যে আসামিরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। বরগুনাবাসী আর সাংবাদিকদের সাক্ষী রেখে বলতে চাই, ছেলের মতো আমাকেও আসামিরা হত্যা করতে পারে। ফিরোজা বেগম বলেন, মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমাকে মামলার তদবির না করার জন্য হুমকি দিচ্ছে। ২০২০ সালের ঈদুল ফেতরের দিন সকালে বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে বুড়ীশ্বর নদীর পাড়ে হৃদয়কে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হৃদয়ের মা গৃহপরিচারিকা ফিরোজা বেগম বাদী হয়ে ১৯ কিশোরসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুকমি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

Published by এবিসি বাংলা 21

http://abcbanglatv.xyz

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started