06/08/2023 ইং প্রকাশ

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে মাঠে ময়দানে  |   ২০ মিনিট আগে অনলাইন ডেস্ক অবশেষে অপেক্ষার অবসান। বাংলাদেশে পৌঁছেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ট্রফিবাহী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ট্রফির সাথে ঢাকায় এসেছেন আইসিসির দুই কর্মকর্তাও। ট্রফিটি আজ সোমবার (৭ আগস্ট) থেকে ৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। ট্রফিটি ঘিরে আছে নানা আয়োজন। প্রথম দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে পদ্মা সেতুতে ট্রফির ফটোসেশনের মধ্য দিয়ে। দ্বিতীয় দিন ট্রফিটি রাখা হবে হোম অব ক্রিকেট মিরপুরে। আর শেষ দিন সাধারণ মানুষ ট্রফি দেখার সুযোগ পাবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে তারা ট্রফির সাথে ছবিও তুলতে পারবেন। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

Published by এবিসি বাংলা 21

http://abcbanglatv.xyz

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started