06/08/2023 ইং প্রকাশ

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে মাঠে ময়দানে  |   ২০ মিনিট আগে অনলাইন ডেস্ক অবশেষে অপেক্ষার অবসান। বাংলাদেশে পৌঁছেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ট্রফিবাহী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ট্রফির সাথে ঢাকায় এসেছেন আইসিসির দুই কর্মকর্তাও। ট্রফিটি আজ সোমবার (৭ আগস্ট) থেকে ৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। ট্রফিটি ঘিরে আছে নানা আয়োজন। প্রথম দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে পদ্মা সেতুতে ট্রফির ফটোসেশনের মধ্য দিয়ে। দ্বিতীয় দিন ট্রফিটি রাখা হবে হোম অব ক্রিকেট মিরপুরে। আর শেষ দিন সাধারণ মানুষ ট্রফি দেখার সুযোগ পাবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে তারা ট্রফির সাথে ছবিও তুলতে পারবেন। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

06/08/2023 ইং প্রকাশিত।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতে সিল মারা ঠেকাতে ভোটকেন্দ্রগুলোতে সকালে ব্যালট পেপার পাঠাবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনের নিজ দপ্তরে রোববার (০৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এমন পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এবারও ব্যালটেই নির্বাচন হবে। আগেও যেভাবে এগোনো হয়েছে এবারো সেভাবেই হবে। ব্যালটে নির্বাচনে যাতে কোনো রকম […]

06/08/2023 ইং প্রকাশিত।

06/08/2023 ইং প্রকাশিত।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতে সিল মারা ঠেকাতে ভোটকেন্দ্রগুলোতে সকালে ব্যালট পেপার পাঠাবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনের নিজ দপ্তরে রোববার (০৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এমন পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এবারও ব্যালটেই নির্বাচন হবে। আগেও যেভাবে এগোনো হয়েছে এবারো সেভাবেই হবে। ব্যালটে নির্বাচনে যাতে কোনো রকম অপব্যবহার না হতে পারে, সে জন্য আমাদের কিছু কৌশল আছে, সেগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করব। তার মধ্যে যেমন একটা, আমরা দায়িত্ব নেওয়ার পরে নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠাই, যদি না যোগাযোগ ব্যবস্থা দিক থেকে বাজে অবস্থা না থাকে বা উন্নত না হয়; এই ধরনের ক্ষেত্রে একটু আগে পাঠাই। যোগাযোগ যেখানে ভালো, ভোট চারটায় যাত্রা শুরু করলে ভোট শুরু হওয়ার আগেই পৌঁছাতে পারবে, সে সমন্ত কেন্দ্রে আমরা সকালে ব্যালট পাঠাই। তিনি বলেন, যতগুলো নির্বাচন ব্যালটে করেছি, ব্যালট এভাবেই সকালে পাঠানো হয়েছে। আমরা জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও এই ধরনের সিদ্ধান্ত হয়তো নিতে পারি। যেগুলোতে সকালে ব্যালট পেপার পাঠানো সম্ভব সেগুলোকে চিহ্নিত করা এবং যেখানে পাঠানো সম্ভব নয়, সেখানে আমরা বিশেষ ব্যবস্থায় রাতে ব্যালট পেপার পাঠাব, পথে যেন মিসইউজ বা ছিনতাই না হতে পারে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, বিষয়টি আমাদের মধ্যে আলোচনাও হয় নাই তেমন। ফরমাল কোনো আলোচনা হয়নি। চিন্তা-ভাবনাও নাই। কারণ আপনারা জানেন যে, ৩০০ আসনে যখন ভোট হয় চার লাখ ভোটকেন্দ্র থাকে। সেখানে হয়তো বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকবে, এতগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা লাগিয়ে তা দেখা কঠিন। আমরা সে ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ ব্যবস্থা… আইন-শৃঙ্খলা বাহিনীর বেশি সদস্য নিয়োগ করব। তিনি আরও বলেন, সবগুলো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে, সেখানে এমনিতেই একটা ভারসাম্য থাকে। আইন-শৃঙ্খলা বাহিনীর চেয়ে বরং তারাই শৃঙ্খলা রক্ষায় একটা ভূমিকা নেয়। কারণ তারা জানেন যে, নির্বাচনে যদি কোনো পরিস্থিতির অবনতি হয় বা ভণ্ডুল পরিস্থিতির সৃষ্টি হয়, তারাই ক্ষতিগ্রস্ত হবে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকের বিষয় নিয়ে কোনো চাপ আছে কি না, এমন প্রশ্নের জবাবে সাবেক এই ইসি সচিব বলেন, এ বিষয়ে কোনো চাপ নেই। থাকবে কেন? আমরা প্রথম থেকেই বলছি, বিদেশি পর্যবেক্ষক যত খুশি আসতে পারে। আমাদের পক্ষ থেকে কোনো লিমিটেশন নেই। তারা আমাদের কাছে আবেদন করলে সেটা পাঠিয়ে দিই পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তারা আবার এটা পর্যালোচনা করে দেখে যে, আবেদনকারীরা আসলেই পর্যবেক্ষক কি না, অতীতে পর্যবেক্ষণে সম্পৃক্ত ছিল কিনা। অনেক সময় তারা মানবপাচারের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে অথবা অন্য অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে, তারা এগুলো দেখে আরকি। এরপর ভিসা দেওয়া হলে আমাদের তরফ থেকে আপত্তি থাকে না।    

০৫/০৮/২০২৩ইং প্রকাশিত।

টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ আটক ১ দেশগ্রাম  | টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ থানার মৌলভী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। আটককৃত মাদক কারবারি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মৌলভী পাড়া এলাকার রশিদ আলীর ছেলে মোহাম্মদ নূর (১৯)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ থানাধীন মৌলভীপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে একজন মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় তার বসত ঘরের শয়ন কক্ষের পশ্চিম পাশে খাটের নিচে ইয়াবা মজুদ রয়েছে। পরবর্তীতে ঘর তল্লাশি করে তার হেফাজত থেকে সর্বমোট ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই একজন মাদক কারবারি দ্রুত পালিয়ে যায় বলে ধৃত ব্যক্তিদের জানায়। আটককৃত মাদক কারবারি জানায়, ধৃত ও পলাতক ব্যক্তি মাদক চোরাচালানের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন পন্থা অবলম্বন করে ইয়াবা ও অন্যান্য মাদক অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহপূর্বক মজুদ করত। পরবর্তীতে তারা অত্যন্ত কৌশলে উক্ত মাদক নিজেদের হেফাজতে রেখে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্রঃবিডি প্রতিদিন।

05/08/2023

মোরেলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩ দেশগ্রাম  |   ৪ ঘণ্টা আগে মোরেলগঞ্জ প্রতিনিধি বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন পূর্ব সরালিয়া গ্রামের সুমন শেখ (২১), আবুল পাহলান (২৪) ও কুঠিবাড়ি এলাকার রফিকুল গাজী (৫২)। এদের নিকট থেকে ৪০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয়। শনিবার বেলা ১১টার দিকে ৩ জনকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।  এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মাদক বিরোধী অভিযান চলছে। অভিযানে ৩ মাদক কারবরি গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

05/08/2023

সন্তান হত্যাকারীদের বিচারের দাবিতে মায়ের আর্তনাদ দেশগ্রাম  |   ২ ঘণ্টা আগে বরগুনা প্রতিনিধি বরগুনায় আলোচিত কিশোর সুজন হৃদয়ের হত্যাকারীদের ন্যায় বিচারের মাধ্যমে শাস্তির দাবিতে বরগুনার রাজপথে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে হত্যার শিকার সুজন হৃদয়ের মা ফিরোজা বেগমের নেতৃত্বে এতে অংশ নেন এলাকাবাসী। এসময় হৃদয়ের মা ফিরোজা বেগমের আর্তনাদে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। এসময় তিনি অভিযোগ করেন, আদালতে প্রকাশ্যে আসামিরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। বরগুনাবাসী আর সাংবাদিকদের সাক্ষী রেখে বলতে চাই, ছেলের মতো আমাকেও আসামিরা হত্যা করতে পারে। ফিরোজা বেগম বলেন, মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমাকে মামলার তদবির না করার জন্য হুমকি দিচ্ছে। ২০২০ সালের ঈদুল ফেতরের দিন সকালে বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে বুড়ীশ্বর নদীর পাড়ে হৃদয়কে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হৃদয়ের মা গৃহপরিচারিকা ফিরোজা বেগম বাদী হয়ে ১৯ কিশোরসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুকমি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

04/08/2023

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ স্বামী -স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার একটি টিম আজ ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে হানিফ পরিবহন নামে একটি বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরাহলো, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বইসামোড়া গ্রামের মোজাম্মেল হক (৩২) ও তার স্ত্রী শাহেদা (২৭)। অধিদপ্তরের এসআই আবির হাসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বগুড়ার শাহজাহানপুর উপজেলার  সাজাপুরে জব্বার হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পাশে মহাসড়কে ঢাকা থেকে নওগাঁগামী  হানিফ পরিবহনের একটি বাস  (ঢাকা মেট্রো -ব- ১৫-৮২০৬) থামিয়ে এতে তল্লাশি করা হয়। এ সময় যাত্রীবেসে থাকা ওই দম্পতিকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। তারা   ঢাকা থেকে যাত্রীবেশে ওই বাসে চেপে ওই পরিমাণ গাঁজা বাসের সিটের পাশে নিয়ে নওগাঁয়   যাচ্ছিল। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এসআই আবির হাসান  নিজেই এ মামলার বাদি হয়েছেন।

৩০ জুলাই ২০২৩ইং প্রকাশিত সংবাদ।

গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন স্টাফ রিপোর্ট মোঃ জয় সরকার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২,৩৮,৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। তিনি গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। বৃহস্পতিবার (২৫ মে) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এতে দেখা যায়, মোট ৪৮০টি কেন্দ্রের ফলাফলে টেবিলঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী […]

৩০ জুলাই ২০২৩ইং প্রকাশিত সংবাদ।

02/08/2023

অধিনায়কত্ব না করার ঘোষণা তামিমের মাঠে ময়দানে  |   ২৮ মিনিট আগে অনলাইন ডেস্ক বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব না করার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৃহস্পতিবার রাতে বৈঠক শেষে এই তথ্য জানান তামিম ইকবাল। তামিম বলেন, ‘দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি।’

Design a site like this with WordPress.com
Get started