লক্ষ্মীপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৪ মামলা, আসামি ৩৫০০ দেশগ্রাম । লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরে পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় সদর থানায় ৪টি মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ৩৫০০ জনকে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে এবং পুলিশের কাজে বাধা ও পুলিশকে আহত করার ঘটনায় দুইটি মামলা করেছে। এই দুই মামলায় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে প্রধান আসামি করে ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ৩০০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া হত্যার ঘটনায় নিহত সজিবের ভাই মো. সুজন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক আসামির বিরুদ্ধে পৃথক মামলা করে। অপরদিকে জেলার কমলনগর উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু’র লক্ষ্মীপুর শহরের বাড়ি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে সদর থানা পুলিশের এসআই আনিছুর রহমান বাদী হয়ে বিস্পোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। এ মামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাতনামা আরও ১৫০০ জনকে আসামী করা হয়। পৃথক আরেকটি মামলায় সদর থানার এসআই মোজাম্মেল হোসেন বাদী হয়ে পুলিশের কাজে বাধা ও পুলিশকে আহত করার ঘটনায় বিএনপির একই নেতাকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০০ জনকে আসামি করে মামলা করে। এছাড়া হত্যার ঘটনায় নিহত সজিবের ভাই মো. সুজন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক আসামির বিরুদ্ধে পৃথক মামলা করে। অপরদিকে জেলার কমলনগর উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু’র লক্ষ্মীপুর শহরস্থ বাড়ি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়েছে। লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহাফুজ্জামান আশরাফ বলেন, পৃথক চারটি মামলায় মোট ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ হাজার জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় উল্লিখিত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।সুত্রঃ গণমাধ্যম।
গাজীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার জাতীয় | ১৪ দিন আগে স্টাফ করেসপন্ডেন্ট স্টাফ করেসপন্ডেন্ট গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দেশিপাড়া এলাকায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার মূল আসামি মো. বাদল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জুন) দিনগত রাত ১২টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাদল গাজীপুর সিটি করপোরেশনের মেট্রোপলিটনের সদর থানার দেশিপাড়া […]
গাবতলীতে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা জাতীয় । অনলাইন ডেস্ক ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরী পর্যায়ে আজ ও কাল পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে সরকার পতনের এক দফা ঘোষণার পর প্রথম কর্মসূচি হিসেবে পদযাত্রা করছে বিএনপি। মঙ্গলবার গাবতলী থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পালন হবে এ কর্মসূচি। এরই মধ্যে ব্যানার, ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। রাজধানীর গাবতলী থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হবে বাহাদুর শাহপার্কে গিয়ে। গাবতলী থেকে মগবাজার অংশে নেতৃত্ব দেবেন দলটির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। আর মগবাজার থেকে বাকি সাড়ে ৫ কিলোমিটার পথে অংশ নেবে দক্ষিণের নেতাকর্মীরা। যাত্রাপথ: গাবতলী– টেকনিক্যাল মোড়– মিরপুর-১– মিরপুর-১০ গোল চত্ত্বর– কাজীপাড়া– শেওড়াপাড়া– তালতলা(আগারগাঁও)– বিজয় স্মরণী– কাওরান বাজার– এফডিসি– মগবাজার– মালিবাগ– কাকরাইল– নয়াপল্টন (বিএনপি অফিস)– ফকিরাপুল– মতিঝিল (শাপলা চত্বর)– ইত্তেফাক মোড়– দয়াগঞ্জ– রায়সাহেব বাজার মোড়। সুত্রঃ বিডি-প্রতিদিন
গাজীপুরে মানবতাবিরোধী মামলার আসামি গ্রেপ্তার জাতীয় | ২৩ ঘণ্টা আগে স্টাফ করেসপন্ডেন্ট স্টাফ করেসপন্ডেন্ট ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মানবতাবিরোধী মামলার আসামি মো. কুতুব উদ্দিন ওরফে কুতুব আলী আনছারী (৭০) কে গ্রেপ্তার করেছে র্যাব-২। শনিবার (১৫ জুলাই) বিকালে গাজীপুরের সদর থানাধীন হক্কানী সোসাইটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৬ জুলাই) সকালে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মো. কুতুব উদ্দিন ওরফে কুতুব আলী আনছারীসহ অন্যান্য যুদ্ধাপরাধী রাজাকার বাহিনীর সদস্যরা অগ্নিসংযোগ, ধর্ষণ, পাশবিক নির্যাতন, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধী মো. কুতুব উদ্দিন ও তার সহযোগী রাজাকারদের নিয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় ইতুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধাদের হত্যা ও নির্যাতনসহ তাদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও একাধিক নারীকে ধর্ষণ করেন। এই ঘটনার প্রেক্ষিতে ২০২০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্তৃক একটি মামলা দায়ের করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, ২০২১ সালের ২১ অক্টোবর যুদ্ধাপরাধী মো. কুতুব উদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেন। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১৫ জুলাই) বিকালে গাজীপুরের সদর থানাধীন হক্কানী সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে থাকতেন তিনি। তার বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।সূত্র বাংলা নিউজ 24।
গাজীপুরে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক আটক জাতীয় |বিশেষ প্রতিনিধী:গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) দিনগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। আটক মো. সিহাব উদ্দিন (২৭) গাজীপুরের শ্রীপুর উপজেলার চরদমদমা এলাকার আ. সামাদ মোল্লার ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-ডিবি) মো. আসাদুজ্জামান জানান, কাঁধে ব্যাগ নিয়ে পায়ে হেঁটে ভোগড়া বাইপাসের দিকে যাচ্ছিলেন সিহাব। এ সময় পুলিশের চেকপোস্ট দেখে সিহাব দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে তার দেহ তল্লাশি করে। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। তিনি জানান, এ ঘটনায় সিহাবের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।সুত্র:বাংলানিউজ 24
গাজীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার জাতীয় | ১৪ দিন আগে স্টাফ করেসপন্ডেন্ট স্টাফ করেসপন্ডেন্ট গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দেশিপাড়া এলাকায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার মূল আসামি মো. বাদল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জুন) দিনগত রাত ১২টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাদল গাজীপুর সিটি করপোরেশনের মেট্রোপলিটনের সদর থানার দেশিপাড়া নতুনবাজার এলাকার মো. মনসুর আলীর ছেলে। নিহত ফাহরিয়ার আহমেদ ফারুক (৩৫) গাজীপুর সিটি করপোরেশনের দেশিপাড়া এলাকার নুরুল ইসলাম সিকদারের ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) আবু তোরাব মো. শামসুর রহমান জানান, গত ২৮ জুন সন্ধ্যায় দেশিপাড়ায় বাড়ির পাশে ছোট ছেলেকে নিয়ে চুল কাটাতে সেলুনে যান ফারুক। এ সময় সেলুন থেকে কাঠ বাগানে ধরে নিয়ে গিয়ে প্রকাশ্যে ফারুককে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান খুনিরা। ঘটনার পর পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এ ঘটনায় ২৯ জুন নিহত ফারুকের বাবা মো. নুরুল ইসলাম মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে মামলার প্রধান আসামি বাদলকে গ্রেপ্তার করে। জানা গেছে, ফারুক পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। জিজ্ঞাসাবাদে বাদল পুলিশকে জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ফারুককে কুপিয়ে হত্যা করেন। বাদল মাদকবিক্রেতা ও এলাকায় কুখ্যাত সন্ত্রাসী। তার নামে সদর থানায় মাদক মামলাসহ চারটি মামলা রয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে বাদলকে আদালতে পাঠালে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।সুত্র:বাংলানিউজ 24
দফারফা করে লাভ নেই সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে : বিশেষ প্রতিনিধী:৬ ঘণ্টা আগে অনলাইন ডেস্ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নানান ধরনের ফন্দি আঁটছে। তারা (সরকার) মনে করেছিল ২০১৪ এবং ১৮ সালের মত যেনতেন নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে পারবে। কিন্তু জনগণ আওয়ামী লীগ সরকারকে লাল কার্ড দেখিয়েছে। কোনো দফারফা করে লাভ নেই, সরকারকে ছাড়তেই হবে। শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনা এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবীউল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুর সাত্তার, লিটন মাহমুদ, হাজী মনিরসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেন, সরকার পতনের আন্দোলনে আমরা ছিলাম, আছি, থাকবো। আমাদের এক দফা এক দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। এবং আমাদের দল আগের চেয়ে আরও বেশি সংগঠিত।সুত্র :প্রতিদিন বাংলাদেশ।
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৬২৩ ডেঙ্গু আপডেট | ১৯ মিনিট আগে অনলাইন ডেস্ক দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৩ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৬৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৯৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩২৩৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১৯ হাজার ৪৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ১০৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৩৪৫ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৪০৭ জন। ঢাকায় ৯ হাজার ৭৯৩ এবং ঢাকার বাইরে ৪ হাজার ৬১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।সুত্রঃ বিডি-প্রতিদিন/
গাজীপুরে ফল ব্যবসায়ী খুন জাতীয় | ১৩ ঘণ্টা আগে স্টাফ করেসপন্ডেন্ট স্টাফ করেসপন্ডেন্ট গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন হানকাটা ব্রিজ এলাকায় ছিনতাইকারীদের হাতে ফল ব্যবসায়ী খুন হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী হলেন- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছাতিয়ানী এলাকার ওসমান আলী শেখের ছেলে মোমেন শেখ (৫০)। তিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে ছাতিয়ানী এলাকার নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ফল কিনতে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় যাচ্ছিল মোমেন শেখ। একপর্যায়ে ওই অটোরিকশাটি হানকাটা ব্রিজ এলাকায় পৌঁছায়। এ সময় একটি পিকআপযোগে ৩-৪ জন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে। পরে ফল ব্যবসায়ী মোমেন শেখের কাছে থাকা ফল কেনার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে ছিনতাইকারীর সঙ্গে ফল ব্যবসায়ীর ধস্তাধস্তি হয়। এ সময় ছিনতাইকারীরা লোহার রড দিয়ে ফল ব্যবসায়ী মোমেন শেখের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে অটোরিকশা চালক তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মোমেন শেখকে মৃত ঘোষণা করেন। গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এস আই) এহতেশাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সুত্রঃ বাংলানিউজ 24