03/08/2023

তারেককে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে : তথ্যমন্ত্রী মন্ত্রী কথন  | অনলাইন ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সমসাময়িক বিষয় নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।  হাছান মাহমুদ বলেন, “এ ব্যাপারে আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। আলাপ-আলোচনা চলমান আছে।”  তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সাজার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সংবাদ সম্মেলন করে কর্মসূচি দিয়েছে। এই মামলা কিন্তু আমাদের সরকার দায়ের করেনি। এই মামলা করেছে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে।’ তিনি বলেন, ‘ইয়াজউদ্দিন সাহেব খালেদা জিয়ার দলের মানুষ ছিলেন, তাকে খালেদা জিয়া ও বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছিল। ফখরুদ্দিন সাহেবকে ওয়াশিংটন থেকে ধরে এনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছিল। সেই সরকার সেনা সমর্থিত ছিল। তখন যিনি সেনাপ্রধান ছিলেন সাতজনকে ডিঙ্গিয়ে খালেদা জিয়া সেনাবাহিনীর প্রধান বানিয়েছিলেন। তাদের পছন্দের মানুষরাই যখন ক্ষমতায় তখনই এই মামলা হয়। আমাদের সরকার যদি প্রতিহিংসাপরায়ণ হতো তাহলে তো মামলা আমরা নিজেরা করতাম। আর মামলার রায় হওয়ার জন্য ১৪ বছর অপেক্ষা করতে হতো না।’ আইন-আদালতের ওপর বিএনপির কোনো আস্থা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা কোনো কিছুকেই তোয়াক্কা করে না। শুধু বিদেশিদের কাছে যায়, আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা প্রয়োজনে আমাদের কাছে আসে।

03/08/2023

সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা এবং নিচু জলাশয়সমূহ খরা, প্রচন্ড তাপদহ এবং অনাবৃষ্টির কারণে শুকিয়ে গেছে। সে কারণে তোষা পাট পচানো নিয়ে বিপাকে পরেছেন পাট চাষিরা। বৃষ্টির আশায় পাট কেটে জমিতে স্তুপ করে রাখছেন দিনের পর দিন। কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে জমিতে স্তুপ করে রাখা পাট শুকিয়ে যাচ্ছে পচানোর ব্যবস্থা করতে পারছেন না চাষিরা। অনেকে নিচু জলাশয়ে সেচ মটর দিয়ে পানি ভর্তি করে পাট পচানোর ব্যবস্থা করলেও দু’তিন দিনের মধ্যেই সেই পানিও শুকিয়ে যাচ্ছে। সবমিলে পাট চাষিরা চরম বিপাকে পড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ৫৬৫ হেক্টর জমিতে তোষাপাট চাষাবাদ হয়েছে। ইতোমধ্যে পাট কাটা শুরু হয়েছে। পাট পচানোর জন্য ১০ হতে ১২দিন সময় লাগে। প্রতি বিঘা জমিতে ৮ হতে ৯ মন পাট উৎপাদন হয়। বর্তমান বাজারে প্রতিমন পাট বিক্রি হচ্ছে গ্রেড অনুযায়ী আড়াই হাজার হতে তিন হাজার টাকা। তোষাপাটের চাষাবাদ চরাঞ্চলে বেশি। উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির জানান, বৃষ্টি না হওয়ার ক্ষনিকের জন্য একটু সমস্যা দেখা দিয়েছে। অনেকে সেচ মটারের মাধ্যমে নিচু জলাশয়ে পানি দিয়ে এবং ব্যক্তিগত পুকুরে পাট পচানোর ব্যবস্থা করছেন। চলতি মৌসুমে পাটের ভাল ফলন হয়েছে। পাট চাষিরা এখন অনেক লাভবান। কারণ পাটের আঁশের পাশাপাশি পাটকাঠির দামও অনেক ভাল।

02/08/2023

আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে : আমু জাতীয়  |   নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ছাত্র-যুবক জনতাসহ সবাই ঐক্যবদ্ধ থেকে বিগত নির্বাচনগুলোতে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করেছে। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থেকেই আগামী দিনেও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে। আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন। আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাস-সহিংসতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে এই অনুষ্ঠিত হয়। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমির হোসেন আমু বলেন, গণতন্ত্র ও নির্বাচনের নামে বিভিন্ন ধোঁয়া তুলে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকেও ব্যাহত করতে চায়। আমরা চাই, এদেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। কোনো ধরনের অসাংবিধানিক ধারা চলবে না। তারা মানুষের অধিকার কেড়ে নিতে পারবে না। সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জনগণের ওপর নির্ভর করে নয়, জনগণকে জিম্মি করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। তারা নির্ভর করছে তাদের প্রভু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ওপর। মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন কমিশনে গিয়ে জবাবদিহি চেয়েছেন। কিছু দলকে নিবন্ধন কেন দেওয়া হয়নি, নির্বাচন কমিশনের ক্ষমতা কমে গেছে কিনা- এসব বিষয়ে জানতে চেয়েছেন। তার প্রশ্নে মনে হয়েছে আমাদের দেশে যেন প্রভু এসেছেন। স্পষ্টভাবে বলতে চাই, যুক্তরাষ্ট্র থামো। তোমরা তোমাদের নির্বাচন সামলাও। আমরা আমাদের নির্বাচন সামলাবো। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, বিএনপি-জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করে অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করছে। তারা আজ মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে ষড়যন্ত্র করে এদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র সফল হবে না। কারণ আমরা জানি, মার্কিন সাম্রাজ্যবাদ যাদের বন্ধু, তাদের শত্রুর অভাব হয় না। জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচনকালীন সরকার থাকবে। সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ থেকে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, জাতীয় পার্টি-জেপি’র সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।

01/08/2023

বাংলাদেশি নাগরিকদের ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করল ত্রিপুরা সরকার ওপার বাংলা  | দীপক দেবনাথ, কলকাতা ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরায় প্রবেশের ক্ষেত্রে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।  ইতোমধ্যেই বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার একাধিক এলাকা থেকে ডেঙ্গু সংক্রমণের খবর পাওয়া গেছে। সরকারি তথ্য মতে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এরপরই নড়েচড়ে বসে ত্রিপুরা রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে এক নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ থেকে ত্রিপুরায় ভ্রমণ করতে আসা নাগরিকদের স্থল সীমান্তে ডেঙ্গু পরীক্ষা করা বাধ্যতামূলক। সোমবার থেকেই এই পরীক্ষা চালু হয়েছে। রাজ্যের ‘ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন’ এর কর্মকর্তা ড. সুপ্রিয় মল্লিক বলেন, ‘বাংলাদেশি পর্যটকদের ত্রিপুরায় প্রবেশের ক্ষেত্রে প্রতিটি সুসংহত চেক পোস্ট (আইসিপি)-তে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। আমরা আমাদের স্বাস্থ্য শিবিরলোর ওপর জোর দিয়েছি। শ্রীমন্তপুর, বেলোনিয়া এবং আখাউড়া আইসিপিতে ডেঙ্গু টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ত্রিপুরা প্রবেশের আগে বাংলাদেশি পর্যটকদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হচ্ছে। তিনি আরো জানান, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কীট প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তির শরীরে সামান্যতম ডেঙ্গুর লক্ষণ থাকলেও তা ধরা পড়বে। যদিও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি পর্যটকের শরীরে ডেঙ্গুর লক্ষণ পাওয়া যায়নি। ডেঙ্গু পরীক্ষায় পাস করলে ত্রিপুরায় প্রবেশের ছাড়পত্র মিলবে।  স্বাস্থ্য দপ্তর থেকে জানা গেছে, গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সবচেয়ে নাজুক অবস্থায় সিপাহীজলা জেলার সোনামুড়া এবং পশ্চিম ত্রিপুরা জেলা। ডেঙ্গু কবলিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালানো হচ্ছে। কোনো ব্যক্তির শরীরের জ্বর বা ডেঙ্গুর লক্ষণ আছে কিনা তাও দেখা হচ্ছে। সেই সাথে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশে চলতি বছরে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কয়েক হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেঙ্গু সংক্রমণ অতীতের সব রেকর্ড ছাপিয়ে যেতে পারে এবার। ইতিমধ্যে ডেঙ্গুজনিত কারণে মৃত্যু হয়েছে ২৫০ জনেরও বেশি মানুষের। এমন পরিস্থিতিতে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও অভিযোগ করেছেন, বাংলাদেশ থেকেই তার রাজ্যে ডেঙ্গু ছড়াচ্ছে। সেক্ষেত্রে ডেঙ্গু আটকাতে সীমান্তে ভারতে আগত বাংলাদেশি পর্যটকদের প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার দাবিও তুলেছেন।সূত্রঃ বিডিপ্রতিদিন।

01/08/2023

অমৃত রায়, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বানী ভবন হলে অবস্থিত মন্দির ব্যবহারের অনুমতি পাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা রোজ রবিবার (২৩/০৭/২৩) উপাচার্য বরাবর সনাতনী পাঁচশতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরিত  লিখিত আবেদন জমা দেয়। উপাচার্য মহোদয় বিষয়টি বিবেচনায় এনে আবেদনটি পূজা উদযাপন কমিটির আহ্বায়ককে দ্রুততর সময়ে মন্দির পরিদর্শন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠাকালীন সময় থেকে কোনো মন্দির বা উপাসনালয় নেই। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত জায়গা না থাকায় নতুন করে মন্দির স্থাপনের চেষ্টাও বারংবার ব্যর্থ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন বানী ভবন হলে বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বসবাস করেন। সেখানে অরক্ষিত অবস্থায় একটি মন্দির আছে। পরিচর্যা না থাকায় আর জায়গাটি দখলে সংরক্ষিত না হওয়ায় মন্দিরের জায়গা অবহেলিত হয়ে আছে। তাই বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে পূজা উদযাপন কমিটির তত্বাবধানে মন্দির ব্যবহারের জন্য পাঁচশতাধিক শিক্ষার্থীর সম্মতি সূচক সাক্ষর নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়। আবেদনের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন কমিটির আহ্বায়ক সহ শিক্ষকগণ মন্দির পরিদর্শন করেন এবং দ্রুত সময়ের মধ্যে এর রিপোর্ট জমা দিবেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা মন্দির ব্যবহার করতে পারবেন।

৩০ জুলাই ২০২৩ইং প্রকাশিত।

স্টাফ রিপোর্টার:  বগুড়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনার আস্থা, বিশ্বাস এবং প্র্রাণের সংগঠন এই  স্বেচ্ছাসেবক লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে এই সংগঠনের জন্ম। স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে  দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে। দেশের সকল দুর্যোগ মোকাবেলায় সামনে থেকে জীবন বাজি রেখে কাজ করেন। গতকাল শনিবার (২৯ জুলাই) বিকালে বগুড়া জিলা স্কুল মাঠে বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ এসব কথা বলেন।  তিনি আরো বলেন, ৭১এর পরাজিত শক্তি, জামায়াত বিএনপির অগ্নিসন্ত্রাসীরা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে আবারে মরিয়া হয়ে উঠেছে। তারা সারাদেশে আবারো সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাই স্বেচ্ছাসেবক লীগের  সকল নেতা কর্মীকে সকল অপশক্তির বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিতে সব সময় প্রস্তুত থাকতে হবে। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে সমাবেশে  প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি  ম.আব্দুর রাজ্জাক।  সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার রহমান শান্ত সঞ্চালনায় সমাবেশে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল, জাতীয় পরিষদ সদস্য মেহেদী হাসান রবিন, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু । সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক,  জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু জাফর সিদ্দিকী রিপন, লুৎফুল বারী বাবু, একেএম এনামুল বারী টুটুল, সহঃ অধ্যাপক মনিরুজ্জামান মনির, গোলাম হোসেন, মামুনুর রশিদ মামুন, কয়েল ইসলাম, মোহাম্মদ আলী সিদ্দিক, আবু বক্কর সিদ্দিক স্বাধীন, নাইমুর রাজ্জাক তিতাস, নাজমুল কাদির শিপন, আব্দুর রউফ, নুরুল আমিন শিশির, বনি ছদর খুররম, রেজাউল করিম রিয়াদ, নুরুন্নবী সরকার, আরিফুল হক বাপ্পী, নাসিমুল বারী নাসিম, লিটন শেখ, সুলতান মন্ডল সজল, আবদ্লুাহ আল নোমান, রাকিবুল ইসলাম রাজু, মামুনুর রশিদ মামুনসহ জেলা শাখা, পৌর শাখা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জিলা স্কুল মাঠে ফিরে এসে শেষ হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৩০ জুলাই ২০২৩ইং প্রকাশিত সংবাদ।

গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন

স্টাফ রিপোর্ট মোঃ জয় সরকার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২,৩৮,৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। তিনি গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

এতে দেখা যায়, মোট ৪৮০টি কেন্দ্রের ফলাফলে টেবিলঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন পেয়েছেন ২,৩৮,৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২,২২,৭৩৭ ভোট।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা।

এদিন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, মারামারি-হানাহানি বা কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটার এবং প্রার্থীরা।

গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার আছে ১৮ জন।

এবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটযুদ্ধে অংশ নেন ৩৩৩ জন প্রার্থী। এরমধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী রয়েছেন।

29/07/2023ইং প্রকাশিত সংবাদ।

আওয়ামী লীগ আগামীকাল রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়ায় সংঘাত এড়াতে একদিন পর কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার (৩১ জুলাই) সারাদেশে জনসমাবেশ করবে বিএনপি। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২১জুলাই ২০২৩ ইং প্রকাশিত

লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, আসামি সাড়ে তিন হাজার রাজনীতি  |বিশেষ প্রতিনিধি   লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সহিংসতা ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।  মামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করা হয়েছে। এতে আরও ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সাড়ে তিন হাজার জনকে আসামি করা হয়েছে।  অন্যদিকে কৃষকদল কর্মী মো. সজীব হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে নিহতের ভাই সুজন। সংঘর্ষের দিন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর বাড়িতে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনি সদর থানায় আরেকটি মামলা দায়ের করেন। এতে আড়াইশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  বুধবার (১৯ জুলাই) রাতে সদর থানায় মামলাগুলো দায়ের করা হয়।  জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। থানা পুলিশ জানায়, মঙ্গলবারের (১৮ জুলাই) সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, আগুন, ভাঙচুরের ঘটনায় বুধবার (১৯ জুলাই) রাতে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এ মামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাতনামা আরও দুই হাজার জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে একই সময়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সদর থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন। এ মামলায়ও বিএনপি নেতা এ্যানি চৌধুরীকে আসামি করা হয়েছে। তিনিসহ আরও ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০০ জনকে আসামি করা হয়েছে।  এদিকে হত্যার ঘটনায় নিহত সজীবের ভাই মো. সুজন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে পৃথক একটি মামলা দায়ের করেন। অপরদিকে জেলার কমলনগর উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর জেলা শহরের রামগতি সড়কের ঝুমুর সংলগ্ন এলাকায় বাড়ি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা আড়াইশ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়।

20/07/2023 ইং প্রকাশিত।

কিডনি কেনা-বেচা চক্রের ৫ সদস্য গ্রেফতার নগর জীবন  |   ২ ঘণ্টা আগে অনলাইন ডেস্ক দেশে অবৈধভাবে কিডনি কেনা-বেচা সক্রিয় চক্রের অন্যতম মূলহোতা মো. আনিছুর রহমানসহ (২৯) পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি দল। এসময় তাদের নিকট থেকে অঙ্গিকারনামা এবং ভুক্তভোগীর সঙ্গে করা চুক্তির এফিডেভিট কপি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ Copyright © 2015-2023 bd-pratidin.com

Design a site like this with WordPress.com
Get started