Featured

15/08/2023ইং প্রকাশিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিদেশিরা আজকাল আমাদের নানা রকম ছবক দেয়। কিন্তু তারা ১৯৭১ সালের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীরা যখন ক্ষমতায় এসেছিল, তাদের যখন বিচার হলো না, তখন মানবাধিকার ক্ষুণ্ন হয়নি। ১৯৭৫ সালে শিশুপুত্র রাসেলসহ বঙ্গবন্ধুকে নির্বংশ করা হলো নৃশংসভাবে কিন্তু তখন মানবাধিকার ক্ষুণ্ন হয়নি।  তারা বিচার চাইতে পারেনি হত্যাকাণ্ডের। তখন মানবাধিকার ক্ষুণ্ন হয়নি। ১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা ফিরে এসে নিহত বাবা-মাসহ পরিবারের নিহত সদস্যদের জন্য সেই বাড়িটিতে একটু দোয়া পড়তে চেয়েছিলেন, তাকে তা করতে দেওয়া হয়নি, বাড়িতেই ঢুকতে দেওয়া হয়নি, যোগ করেন মন্ত্রী। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যে ৯৫ হাজার আত্মসমর্পণ করেছিল, সে আত্মসমর্পণকারীদের মধ্যে বাঙালি নামধারী কিছু কুলাঙ্গার পাকিস্তানি সেনা অফিসার ছিল। রকিবুল হুদা ছিল তাদের একজন। অতএব সে বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধুকন্যাকে হত্যার জন্য কমপক্ষে ২১ বার চেষ্টা করা হয়েছে। দীপু মনি বলেন, যখন ২০০১ সালে অব্যাহতভাবে মাসের পর মাস সারা বাংলাদেশকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা মৃত্যুপুরীতে পরিণত করেছিল। যখন মহিমা, ফাহিমা, পূর্ণিমা, লতিফাকে ধর্ষণ এবং দলবদ্ধ ধর্ষণ করা হয়েছিল, তখন কোথায় ছিল মানবাধিকার। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, মেয়র মো. জিল্লুর রহমান ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।  

Featured

১৪ আগষ্ট ২০২৩ ইং প্রকাশ।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। গতকাল রোববার রাতে হঠাৎ করেই অবনতি ঘটায় তাকে জরুরি ভিত্তিতে করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে ভর্তির জন্য মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার সকালে তাকে সিসিইউতে ভর্তি করা হবে বলে সূত্র জানিয়েছে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক গণমাধ্যমকে জানান, তার ফুসফুসে পানি জমে যাওয়ায় স্বাস্থ্যের কিছুটা অবনতি ঘটেছে। এজন্য তাকে সিসিইউতে ভর্তির জন্য তারা সুপারিশ করেছেন। খালেদা জিয়া প্রথমে সেখানে যেতে রাজি না হলেও শেষে সম্মতি দিয়েছেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের লিভারের সমস্যা যে পর্যায়ে আছে, এর জন্য উন্নত সেন্টার দরকার, যা বাংলাদেশে নেই। এই সমস্যা এতটাই জটিল ও সংবেদনশীল, যার পার্শ্বপ্রতিক্রিয়া অনেক। তিনি জানান, নতুন করে শুক্রবার খালেদা জিয়ার জ্বর আসে। ডায়াবেটিস, প্রেশারসহ বেশ কিছু জটিলতা নিয়ন্ত্রণে রাখতে মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে। এগুলো মোটামুটি নিয়ন্ত্রণে আছে। কিন্তু লিভারে পানি বেড়ে যাওয়ায় যে কোনো সময় অন্য জটিলতা দেখা দিতে পারে। এর ফলে শরীরের ওজন বেড়ে গেছে। শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছে। প্রেশার ও ডায়াবেটিস ওঠানামা করছে। গতকাল রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন। শুক্রবার রাতেও চেয়ারপারসনকে দেখতে গিয়েছিলেন মির্জা  ফখরুল।  

Featured

07/08/2023 ইং প্রকাশ

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে। বুধবার (৯ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি ৪৯৭ নম্বর ক্রমিকে রয়েছে। আদালতে মিন্নির পক্ষে শুনানি করবেন এড. জেড আই খান পান্না, এড. শাহীনুজ্জামান খান, এড. জামিউল হক ফয়সাল। গত ৮ মে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে ফের জামিন আবেদন করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে। গত ১১ জানুয়ারি বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন শুনতে অপরাগতা প্রকাশ করেন হাইকোর্টের একটি বেঞ্চ। বিচারপতি শেখ হাসান আরিক ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনটি শুনতে অপারগতা জানান। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। রায়ে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। পাশাপাশি ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানার দণ্ডেও দণ্ডিত করেন। বাকি চারজনকে খালাস দেওয়া হয়। পরে নিয়ম অনুসারে একই বছরের ৪ অক্টোবর ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছে। পাশাপাশি ৬ অক্টোবর মিন্নিসহ অন্য আসামিরা আপিল করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলে মো. রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খাঁন হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান ও আয়শা সিদ্দিকা মিন্নি। খালাস পান মো. মুসা (পলাতক), রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন। ২০১৯ সালের ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ রোডের ক্যালিক্স একাডেমির সামনে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সহযোগীরা। গুরুতর অবস্থায় রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যান।  

Featured

৮ আগষ্ট ২০২৩ ইং প্রকাশ।

চাহিদার শতভাগ সয়াবিন তেল প্যাকেটজাত করে বিপণনের ক্ষেত্রে ব্যবসায়ীরা সম্পূর্ণ প্রস্তুত না থাকায় বাজারে খোলা সয়াবিন তেল বিক্রির সময় ছয় মাস বাড়ানো হচ্ছে। তবে আগামী ছয় মাস পর বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। সোমবার (৭ আগস্ট) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে খোলা সয়াবিন তেল বিপণন ও বিক্রি বন্ধের বিষয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। রাজধানীর কারওয়ানবাজারে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ীরা জানান, খোলা ভোজ্যতেল বাজারজাতকরণ বন্ধের বিষয়ে তারা একমত। কিন্তু ব্যবসায়ীদের যে সক্ষমতা রয়েছে তাতে শতভাগ ভোজ্যতেল প্যাকেটজাত করে বিপণনের ক্ষেত্রে তারা প্রস্তুত নন। সেজন্য তারা সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে আরও সময় চান। এর পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, আমরা সবার সমন্বয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে বাজারে সম্পূর্ণ খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ করতে চাই। ব্যবসায়ীরা খোলাবাজারে ভোজ্যতেল বিক্রি বন্ধের জন্য আরও সময় চান। ব্যবসায়ীরা বলছেন যে, শতভাগ প্যাকেটিং করার জন্য এখনো তারা পুরোপুরি প্রস্তুত নন। তবে ছয় মাসের মধ্যে খোলাবাজারে সয়াবিন তেল বিক্রি বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, ২০১৩ সালের আইনে ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ অন্তর্ভুক্তকরণের বিষয়টি সম্পৃক্ত করা হয়। এছাড়া ২০১৯ সালের আইনে ভোজ্যতেল প্যাকেট বা বোতলজাত করার বিধান রাখা হয়েছে। এর জন্য গত ৩১ জুলাই পর্যন্ত সময় নির্ধারিত ছিল। এসময়ের মধ্যে ভোজ্যতেল প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান শতভাগ বোতলজাত ও প্যাকেটজাত করতে পারেনি। এএইচএম সফিকুজ্জামান বলেন, খোলা সয়াবিন তেলে ভেজাল দেওয়া হচ্ছে। এছাড়া পাম তেল সয়াবিন বলে বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা কেজিতে ২০ টাকার ওপরে দাম দিতে বাধ্য হচ্ছেন,  প্রতারিত হচ্ছেন। এ অবস্থায় আইনটি বাস্তবায়নের বিকল্প নেই।’ খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধে এর আগেও একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তা কার্যকর করা যায়নি। এ নিয়ে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, খোলা তেলের ড্রামগুলো বেশির ভাগই কেমিক্যালের ড্রাম। এতে স্বাস্থ্যঝুঁকিও আছে। এসব ড্রামে তেলাপোকা, ইঁদুর পাওয়া যাচ্ছে। এজন্য পাম ও সয়াবিন তেল বোতলজাত করতে হবে। কেননা, ইতোপূর্বে তিনবার এ ব্যাপারে তারিখ পেছানো হয়েছে। গত ৩১ জুলাই সয়াবিন পুরোপুরি বোতলজাত করার সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে শতভাগ বোতলজাত সয়াবিন তেল বাজারজাতে আরও সময় লাগবে উল্লেখ করে সভায় সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী বলেন, খোলা সয়াবিন তেল বাজারজাত করা এখনই বন্ধ করা সম্ভব নয়। এতে বাজারে সংকট সৃষ্টি হতে পারে। এজন্য ছয় মাস সময় বৃদ্ধি করতে হবে। এসময়ের মধ্যে কোম্পানিগুলো নিজেদের সক্ষমতা অর্জন করে ফেলবে। কেউ কেউ বাকি থাকলে সেটি আলোচনা করে সমাধান করা হবে।সূত্র :কারাতুয়া পত্রিকা।

Featured

07/08/2023 ইং প্রকাশ

জেলেনস্কির ওপর হামলার পরিকল্পনার অভিযোগে নারী আটক পূর্ব-পশ্চিম  | অনলাইন ডেস্ক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর রুশ হামলার পরিকল্পনায় সহযোগিতার অভিযোগে এক ইউক্রেনীয় নারীকে আটক করা হয়েছে। ইউক্রেনের বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনের সময় তথ্যদাতা ওই নারীকে আটক দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউ।  জানা গেছে, আটক হওয়া নারী ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে জেলেনস্কির সফরের ভ্রমণসূচি খুঁজে বের করতে গোয়েন্দাগিরি করছিলেন। সংস্থাটি ওই নারীকে আটকের একটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে, মুখোশধারী কর্মকর্তারা একটি রান্নাঘরে নারীকে আটক করেছেন। তবে ওই নারীর চেহারা ঝাপসা করে দেওয়া হয়েছে।  সেই সঙ্গে সামরিক কার্যকলাপ সম্পর্কে মুঠোফোনের কিছু বার্তা এবং হাতে লেখা নোটও প্রকাশ করা হয়েছে। এসবিইউ বলেছে, ইউক্রেন সময়ের আগেই চক্রান্ত সম্পর্কে সচেতন ছিল এবং জেলেনস্কির সফরের সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। সূত্র : ওয়াশিংটন পোস্ট।

Featured

৭ আগষ্ট ২০২৩ ইং প্রকাশ।

আন্দোলনের নামে সংবিধানে হাত দিতে চায় বিএনপি: আমু জাতীয়  |   অনলাইন ডেস্ক ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, আন্দোলনের নামে সংবিধানে হাত দিতে চায় বিএনপি। তারা সংশোধনের মাধ্যমে আবারও সংবিধানকে পাকিস্তানের ধারায় নিয়ে যেতে চায়। সোমবার (৭ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দলের শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা […]

৭ আগষ্ট ২০২৩ ইং প্রকাশ।
Featured

৭ আগষ্ট ২০২৩ ইং প্রকাশ।

আন্দোলনের নামে সংবিধানে হাত দিতে চায় বিএনপি: আমু জাতীয়  |   অনলাইন ডেস্ক ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, আন্দোলনের নামে সংবিধানে হাত দিতে চায় বিএনপি। তারা সংশোধনের মাধ্যমে আবারও সংবিধানকে পাকিস্তানের ধারায় নিয়ে যেতে চায়। সোমবার (৭ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দলের শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা […]

৭ আগষ্ট ২০২৩ ইং প্রকাশ।
Featured

৭ আগষ্ট ২০২৩ ইং প্রকাশ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র তথাকথিত আন্দোলন ব্যর্থ হওয়ায় মির্জা ফখরুল ইসলামরা এখন পাগলের প্রলাপ বকছে। বিদেশি প্রভুদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে এবং জনগণ দ্বারা বার বার  প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা দিশেহারা হয়ে পড়েছে। তারা এক এক সময় এক এক কথা বলেন। আজ সোমবার (৭ আগস্ট) এক বিবৃতিতে দেশের বিচার বিভাগ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন। বিবৃতিতে কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধীদল ও মত দমনের কথা বলছে! একদিকে তারা লাগাতারভাবে মিছিল-মিটিং সমাবেশ করে এবং সরকারের বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যাচার-অপপ্রচার চালাচ্ছে ও বিষোদ্গারে লিপ্ত রয়েছেন। অন্যদিকে বিরোধী মত দমনের মিথ্যা অভিযোগ উত্থাপন করছে। বিএনপি নেতারা মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তর চরম স্বেচ্ছাচারিতা ও মিথ্যাচারে পরিপূর্ণ। স্বৈরচারী আদর্শ ও সন্ত্রাসের ধারক-বাহক এবং উগ্র-সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি সবসময় গণতন্ত্রের পথকে ভয় পায়। বিএনপির রাজনীতি হলো যেকোনো উপায়ে ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি’র তথাকথিত আন্দোলন ব্যর্থ হওয়ায় মির্জা ফখরুল ইসলামরা এখন পাগলের প্রলাপ বকছে। বিদেশি প্রভুদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে এবং জনগণ দ্বারা বার বার  প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা দিশেহারা হয়ে পড়েছে। তারা এক এক সময় এক এক কথা বলেন। কখনো বিদেশি প্রভুদের কৃপা প্রত্যাশায় তাদের স্তুতি করে। আবার কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে তাদের বিরুদ্ধে বিষোদগার করে। গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন, নির্বাচনী ব্যবস্থাকে হত্যা করে এখন তারা নিজেদের গণতন্ত্রকামী হিসেবে প্রকাশ করছে, যা হাস্যকর। সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান ও তার উত্তরাধিকারী খালেদা জিয়ার শাসনামলে দেশে শুধু যুদ্ধাপরাধী ও পাকিস্তানপন্থিরা রাজনীতি করতে পেরেছে। তাদের সময় সন্ত্রাস ও জঙ্গিবাদের অবাধ বিচরণ ছিল। মহান মুক্তিযুদ্ধের সুমহান আদর্শ ও প্রগতিশীল চেতনা নির্বাসিত ছিল। ২০০১ সালে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখলের পর আওয়ামী লীগের ২৪ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাসহ আওয়ামী লীগের জাতীয় নেতাদের হত্যার উদ্দেশ্যে ‘সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশ’এর নারকীয় গ্রেনেড হামলা চালিয়ে ২২ নেতাকর্মীকে হত্যা করা হয়। নিজেদের কৃতকর্মের জন্য বিএনপির মধ্যে কোনো অপরাধবোধ নেই। তারা এখনও ওই হামলাকারীদের পক্ষে সাফাই গায়। আরেকটি ১৫ আগস্ট সৃষ্টির হুমকি দেয়। যে দল নিজেরা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক রীতিনীতি ও সংস্কৃতিকে ধারণ করে না, দেশের মানুষকে তারা কী গণতন্ত্র দেবে? বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মানবিক, কল্যাণকর ও সুদক্ষ নেতৃত্বের কারণে গত দেড় দশকে বাংলাদেশ এক অভূতপূর্ব উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রায় ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। এই সাফল্য-সংগ্রাম এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

Featured

আমরা শোকাহত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানায় কর্মরত এএসআই/কাজী মোঃ সালাহউদ্দীন অদ্য ১১/৬/২০২১ ইং ভোরবেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এএসআই/কাজী মোঃ সালাহউদ্দীন গত ১০ জুন, ২০২১ খ্রী দিবাগত রাতে চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় থেকে সিএন্ডবি ও আশপাশ এলাকায় সিরা-৩১ (নৈশ) ডিউটিতে নিয়োজিত ছিলেন। ডিউটিকালীন সময়ে তিনি গোপন সংবাদের ভিত্তিতে একটি কালো হাইস (মাইক্রোবাস) যোগে পার্বত্য এলাকা হতে চোলাইমদ সহ চট্টগ্রাম শহরের দিকে আসার তথ্য পান। উক্ত তথ্যের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১১/৬/২০২১ তারিখ ভোর অনুমান ০৪:০০ ঘটিকায় চান্দগাঁও থানাধীন মেহেরাজখানঘাটা পেট্রোল পাম্পের সামনে রাস্তার উপর গাড়ীটি দেখে থামানোর জন্য সিগন্যাল দেন। কিন্তু গাড়ীর চালক প্রথমে গাড়ীটি থামানোর মত করে গাড়ীর গতি কমিয়ে আনলে এএসআই/কাজী মোঃ সালাউদ্দিন ও ড্রাই কং/৪৮২৪ মোঃ মাসুম গাড়ীর সামনে আসেন। গাড়ীর ড্রাইভার তখন গাড়ীর গতি পুনরায় বাড়িয়ে এএসআই/কাজী মোঃ সালাহউদ্দীনকে সজোরে ধাক্কা দিলে তারা উভয়েই গুরতর আহত হন। পরবর্তীতে আহত অবস্থায় এএসআই/কাজী মোঃ সালাউদ্দিন ও ড্রাই কং/৪৮২৪ মোঃ মাসুম কে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এএসআই/কাজী মোঃ সালাউদ্দিন কে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ঘাতক হাইস (মাইক্রোবাস) গাড়ীটি চান্দগাঁও থানাধীন মেহেরাজখান ঘাটা এশিয়া ফ্যান ইন্ড্রাট্রিজ লিঃ গেইটের সামনের রাস্তার উপর হতে ৭৩০ লিটার চোলাই মদসহ আটক করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম এএসআই/কাজী মোঃ সালাহউদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Featured

06/08/2023 ইং প্রকাশ

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে মাঠে ময়দানে  |   ২০ মিনিট আগে অনলাইন ডেস্ক অবশেষে অপেক্ষার অবসান। বাংলাদেশে পৌঁছেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ট্রফিবাহী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ট্রফির সাথে ঢাকায় এসেছেন আইসিসির দুই কর্মকর্তাও। ট্রফিটি আজ সোমবার (৭ আগস্ট) থেকে ৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। ট্রফিটি ঘিরে আছে নানা আয়োজন। প্রথম দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে পদ্মা সেতুতে ট্রফির ফটোসেশনের মধ্য দিয়ে। দ্বিতীয় দিন ট্রফিটি রাখা হবে হোম অব ক্রিকেট মিরপুরে। আর শেষ দিন সাধারণ মানুষ ট্রফি দেখার সুযোগ পাবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে তারা ট্রফির সাথে ছবিও তুলতে পারবেন। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

Featured

06/08/2023 ইং প্রকাশিত।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতে সিল মারা ঠেকাতে ভোটকেন্দ্রগুলোতে সকালে ব্যালট পেপার পাঠাবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনের নিজ দপ্তরে রোববার (০৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এমন পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এবারও ব্যালটেই নির্বাচন হবে। আগেও যেভাবে এগোনো হয়েছে এবারো সেভাবেই হবে। ব্যালটে নির্বাচনে যাতে কোনো রকম […]

06/08/2023 ইং প্রকাশিত।
Featured

06/08/2023 ইং প্রকাশিত।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতে সিল মারা ঠেকাতে ভোটকেন্দ্রগুলোতে সকালে ব্যালট পেপার পাঠাবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনের নিজ দপ্তরে রোববার (০৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এমন পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এবারও ব্যালটেই নির্বাচন হবে। আগেও যেভাবে এগোনো হয়েছে এবারো সেভাবেই হবে। ব্যালটে নির্বাচনে যাতে কোনো রকম অপব্যবহার না হতে পারে, সে জন্য আমাদের কিছু কৌশল আছে, সেগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করব। তার মধ্যে যেমন একটা, আমরা দায়িত্ব নেওয়ার পরে নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠাই, যদি না যোগাযোগ ব্যবস্থা দিক থেকে বাজে অবস্থা না থাকে বা উন্নত না হয়; এই ধরনের ক্ষেত্রে একটু আগে পাঠাই। যোগাযোগ যেখানে ভালো, ভোট চারটায় যাত্রা শুরু করলে ভোট শুরু হওয়ার আগেই পৌঁছাতে পারবে, সে সমন্ত কেন্দ্রে আমরা সকালে ব্যালট পাঠাই। তিনি বলেন, যতগুলো নির্বাচন ব্যালটে করেছি, ব্যালট এভাবেই সকালে পাঠানো হয়েছে। আমরা জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও এই ধরনের সিদ্ধান্ত হয়তো নিতে পারি। যেগুলোতে সকালে ব্যালট পেপার পাঠানো সম্ভব সেগুলোকে চিহ্নিত করা এবং যেখানে পাঠানো সম্ভব নয়, সেখানে আমরা বিশেষ ব্যবস্থায় রাতে ব্যালট পেপার পাঠাব, পথে যেন মিসইউজ বা ছিনতাই না হতে পারে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, বিষয়টি আমাদের মধ্যে আলোচনাও হয় নাই তেমন। ফরমাল কোনো আলোচনা হয়নি। চিন্তা-ভাবনাও নাই। কারণ আপনারা জানেন যে, ৩০০ আসনে যখন ভোট হয় চার লাখ ভোটকেন্দ্র থাকে। সেখানে হয়তো বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকবে, এতগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা লাগিয়ে তা দেখা কঠিন। আমরা সে ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ ব্যবস্থা… আইন-শৃঙ্খলা বাহিনীর বেশি সদস্য নিয়োগ করব। তিনি আরও বলেন, সবগুলো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে, সেখানে এমনিতেই একটা ভারসাম্য থাকে। আইন-শৃঙ্খলা বাহিনীর চেয়ে বরং তারাই শৃঙ্খলা রক্ষায় একটা ভূমিকা নেয়। কারণ তারা জানেন যে, নির্বাচনে যদি কোনো পরিস্থিতির অবনতি হয় বা ভণ্ডুল পরিস্থিতির সৃষ্টি হয়, তারাই ক্ষতিগ্রস্ত হবে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকের বিষয় নিয়ে কোনো চাপ আছে কি না, এমন প্রশ্নের জবাবে সাবেক এই ইসি সচিব বলেন, এ বিষয়ে কোনো চাপ নেই। থাকবে কেন? আমরা প্রথম থেকেই বলছি, বিদেশি পর্যবেক্ষক যত খুশি আসতে পারে। আমাদের পক্ষ থেকে কোনো লিমিটেশন নেই। তারা আমাদের কাছে আবেদন করলে সেটা পাঠিয়ে দিই পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তারা আবার এটা পর্যালোচনা করে দেখে যে, আবেদনকারীরা আসলেই পর্যবেক্ষক কি না, অতীতে পর্যবেক্ষণে সম্পৃক্ত ছিল কিনা। অনেক সময় তারা মানবপাচারের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে অথবা অন্য অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে, তারা এগুলো দেখে আরকি। এরপর ভিসা দেওয়া হলে আমাদের তরফ থেকে আপত্তি থাকে না।    

Featured

০৫/০৮/২০২৩ইং প্রকাশিত।

টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ আটক ১ দেশগ্রাম  | টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ থানার মৌলভী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। আটককৃত মাদক কারবারি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মৌলভী পাড়া এলাকার রশিদ আলীর ছেলে মোহাম্মদ নূর (১৯)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ থানাধীন মৌলভীপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে একজন মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় তার বসত ঘরের শয়ন কক্ষের পশ্চিম পাশে খাটের নিচে ইয়াবা মজুদ রয়েছে। পরবর্তীতে ঘর তল্লাশি করে তার হেফাজত থেকে সর্বমোট ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই একজন মাদক কারবারি দ্রুত পালিয়ে যায় বলে ধৃত ব্যক্তিদের জানায়। আটককৃত মাদক কারবারি জানায়, ধৃত ও পলাতক ব্যক্তি মাদক চোরাচালানের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন পন্থা অবলম্বন করে ইয়াবা ও অন্যান্য মাদক অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহপূর্বক মজুদ করত। পরবর্তীতে তারা অত্যন্ত কৌশলে উক্ত মাদক নিজেদের হেফাজতে রেখে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্রঃবিডি প্রতিদিন।

Featured

05/08/2023

মোরেলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩ দেশগ্রাম  |   ৪ ঘণ্টা আগে মোরেলগঞ্জ প্রতিনিধি বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন পূর্ব সরালিয়া গ্রামের সুমন শেখ (২১), আবুল পাহলান (২৪) ও কুঠিবাড়ি এলাকার রফিকুল গাজী (৫২)। এদের নিকট থেকে ৪০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয়। শনিবার বেলা ১১টার দিকে ৩ জনকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।  এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মাদক বিরোধী অভিযান চলছে। অভিযানে ৩ মাদক কারবরি গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Featured

05/08/2023

সন্তান হত্যাকারীদের বিচারের দাবিতে মায়ের আর্তনাদ দেশগ্রাম  |   ২ ঘণ্টা আগে বরগুনা প্রতিনিধি বরগুনায় আলোচিত কিশোর সুজন হৃদয়ের হত্যাকারীদের ন্যায় বিচারের মাধ্যমে শাস্তির দাবিতে বরগুনার রাজপথে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে হত্যার শিকার সুজন হৃদয়ের মা ফিরোজা বেগমের নেতৃত্বে এতে অংশ নেন এলাকাবাসী। এসময় হৃদয়ের মা ফিরোজা বেগমের আর্তনাদে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। এসময় তিনি অভিযোগ করেন, আদালতে প্রকাশ্যে আসামিরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। বরগুনাবাসী আর সাংবাদিকদের সাক্ষী রেখে বলতে চাই, ছেলের মতো আমাকেও আসামিরা হত্যা করতে পারে। ফিরোজা বেগম বলেন, মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমাকে মামলার তদবির না করার জন্য হুমকি দিচ্ছে। ২০২০ সালের ঈদুল ফেতরের দিন সকালে বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে বুড়ীশ্বর নদীর পাড়ে হৃদয়কে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হৃদয়ের মা গৃহপরিচারিকা ফিরোজা বেগম বাদী হয়ে ১৯ কিশোরসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুকমি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

Featured

04/08/2023

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ স্বামী -স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার একটি টিম আজ ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে হানিফ পরিবহন নামে একটি বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরাহলো, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বইসামোড়া গ্রামের মোজাম্মেল হক (৩২) ও তার স্ত্রী শাহেদা (২৭)। অধিদপ্তরের এসআই আবির হাসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বগুড়ার শাহজাহানপুর উপজেলার  সাজাপুরে জব্বার হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পাশে মহাসড়কে ঢাকা থেকে নওগাঁগামী  হানিফ পরিবহনের একটি বাস  (ঢাকা মেট্রো -ব- ১৫-৮২০৬) থামিয়ে এতে তল্লাশি করা হয়। এ সময় যাত্রীবেসে থাকা ওই দম্পতিকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। তারা   ঢাকা থেকে যাত্রীবেশে ওই বাসে চেপে ওই পরিমাণ গাঁজা বাসের সিটের পাশে নিয়ে নওগাঁয়   যাচ্ছিল। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এসআই আবির হাসান  নিজেই এ মামলার বাদি হয়েছেন।

Featured

৩০ জুলাই ২০২৩ইং প্রকাশিত সংবাদ।

গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন স্টাফ রিপোর্ট মোঃ জয় সরকার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২,৩৮,৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। তিনি গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। বৃহস্পতিবার (২৫ মে) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এতে দেখা যায়, মোট ৪৮০টি কেন্দ্রের ফলাফলে টেবিলঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী […]

৩০ জুলাই ২০২৩ইং প্রকাশিত সংবাদ।
Featured

02/08/2023

অধিনায়কত্ব না করার ঘোষণা তামিমের মাঠে ময়দানে  |   ২৮ মিনিট আগে অনলাইন ডেস্ক বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব না করার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৃহস্পতিবার রাতে বৈঠক শেষে এই তথ্য জানান তামিম ইকবাল। তামিম বলেন, ‘দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি।’

Featured

03/08/2023

তারেককে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে : তথ্যমন্ত্রী মন্ত্রী কথন  | অনলাইন ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সমসাময়িক বিষয় নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।  হাছান মাহমুদ বলেন, “এ ব্যাপারে আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। আলাপ-আলোচনা চলমান আছে।”  তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সাজার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সংবাদ সম্মেলন করে কর্মসূচি দিয়েছে। এই মামলা কিন্তু আমাদের সরকার দায়ের করেনি। এই মামলা করেছে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে।’ তিনি বলেন, ‘ইয়াজউদ্দিন সাহেব খালেদা জিয়ার দলের মানুষ ছিলেন, তাকে খালেদা জিয়া ও বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছিল। ফখরুদ্দিন সাহেবকে ওয়াশিংটন থেকে ধরে এনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছিল। সেই সরকার সেনা সমর্থিত ছিল। তখন যিনি সেনাপ্রধান ছিলেন সাতজনকে ডিঙ্গিয়ে খালেদা জিয়া সেনাবাহিনীর প্রধান বানিয়েছিলেন। তাদের পছন্দের মানুষরাই যখন ক্ষমতায় তখনই এই মামলা হয়। আমাদের সরকার যদি প্রতিহিংসাপরায়ণ হতো তাহলে তো মামলা আমরা নিজেরা করতাম। আর মামলার রায় হওয়ার জন্য ১৪ বছর অপেক্ষা করতে হতো না।’ আইন-আদালতের ওপর বিএনপির কোনো আস্থা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা কোনো কিছুকেই তোয়াক্কা করে না। শুধু বিদেশিদের কাছে যায়, আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা প্রয়োজনে আমাদের কাছে আসে।

Featured

03/08/2023

সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা এবং নিচু জলাশয়সমূহ খরা, প্রচন্ড তাপদহ এবং অনাবৃষ্টির কারণে শুকিয়ে গেছে। সে কারণে তোষা পাট পচানো নিয়ে বিপাকে পরেছেন পাট চাষিরা। বৃষ্টির আশায় পাট কেটে জমিতে স্তুপ করে রাখছেন দিনের পর দিন। কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে জমিতে স্তুপ করে রাখা পাট শুকিয়ে যাচ্ছে পচানোর ব্যবস্থা করতে পারছেন না চাষিরা। অনেকে নিচু জলাশয়ে সেচ মটর দিয়ে পানি ভর্তি করে পাট পচানোর ব্যবস্থা করলেও দু’তিন দিনের মধ্যেই সেই পানিও শুকিয়ে যাচ্ছে। সবমিলে পাট চাষিরা চরম বিপাকে পড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ৫৬৫ হেক্টর জমিতে তোষাপাট চাষাবাদ হয়েছে। ইতোমধ্যে পাট কাটা শুরু হয়েছে। পাট পচানোর জন্য ১০ হতে ১২দিন সময় লাগে। প্রতি বিঘা জমিতে ৮ হতে ৯ মন পাট উৎপাদন হয়। বর্তমান বাজারে প্রতিমন পাট বিক্রি হচ্ছে গ্রেড অনুযায়ী আড়াই হাজার হতে তিন হাজার টাকা। তোষাপাটের চাষাবাদ চরাঞ্চলে বেশি। উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির জানান, বৃষ্টি না হওয়ার ক্ষনিকের জন্য একটু সমস্যা দেখা দিয়েছে। অনেকে সেচ মটারের মাধ্যমে নিচু জলাশয়ে পানি দিয়ে এবং ব্যক্তিগত পুকুরে পাট পচানোর ব্যবস্থা করছেন। চলতি মৌসুমে পাটের ভাল ফলন হয়েছে। পাট চাষিরা এখন অনেক লাভবান। কারণ পাটের আঁশের পাশাপাশি পাটকাঠির দামও অনেক ভাল।

Featured

02/08/2023

আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে : আমু জাতীয়  |   নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ছাত্র-যুবক জনতাসহ সবাই ঐক্যবদ্ধ থেকে বিগত নির্বাচনগুলোতে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করেছে। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থেকেই আগামী দিনেও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে। আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন। আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাস-সহিংসতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে এই অনুষ্ঠিত হয়। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমির হোসেন আমু বলেন, গণতন্ত্র ও নির্বাচনের নামে বিভিন্ন ধোঁয়া তুলে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকেও ব্যাহত করতে চায়। আমরা চাই, এদেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। কোনো ধরনের অসাংবিধানিক ধারা চলবে না। তারা মানুষের অধিকার কেড়ে নিতে পারবে না। সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জনগণের ওপর নির্ভর করে নয়, জনগণকে জিম্মি করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। তারা নির্ভর করছে তাদের প্রভু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ওপর। মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন কমিশনে গিয়ে জবাবদিহি চেয়েছেন। কিছু দলকে নিবন্ধন কেন দেওয়া হয়নি, নির্বাচন কমিশনের ক্ষমতা কমে গেছে কিনা- এসব বিষয়ে জানতে চেয়েছেন। তার প্রশ্নে মনে হয়েছে আমাদের দেশে যেন প্রভু এসেছেন। স্পষ্টভাবে বলতে চাই, যুক্তরাষ্ট্র থামো। তোমরা তোমাদের নির্বাচন সামলাও। আমরা আমাদের নির্বাচন সামলাবো। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, বিএনপি-জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করে অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করছে। তারা আজ মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে ষড়যন্ত্র করে এদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র সফল হবে না। কারণ আমরা জানি, মার্কিন সাম্রাজ্যবাদ যাদের বন্ধু, তাদের শত্রুর অভাব হয় না। জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচনকালীন সরকার থাকবে। সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ থেকে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, জাতীয় পার্টি-জেপি’র সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।

Featured

01/08/2023

বাংলাদেশি নাগরিকদের ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করল ত্রিপুরা সরকার ওপার বাংলা  | দীপক দেবনাথ, কলকাতা ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরায় প্রবেশের ক্ষেত্রে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।  ইতোমধ্যেই বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার একাধিক এলাকা থেকে ডেঙ্গু সংক্রমণের খবর পাওয়া গেছে। সরকারি তথ্য মতে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এরপরই নড়েচড়ে বসে ত্রিপুরা রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে এক নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ থেকে ত্রিপুরায় ভ্রমণ করতে আসা নাগরিকদের স্থল সীমান্তে ডেঙ্গু পরীক্ষা করা বাধ্যতামূলক। সোমবার থেকেই এই পরীক্ষা চালু হয়েছে। রাজ্যের ‘ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন’ এর কর্মকর্তা ড. সুপ্রিয় মল্লিক বলেন, ‘বাংলাদেশি পর্যটকদের ত্রিপুরায় প্রবেশের ক্ষেত্রে প্রতিটি সুসংহত চেক পোস্ট (আইসিপি)-তে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। আমরা আমাদের স্বাস্থ্য শিবিরলোর ওপর জোর দিয়েছি। শ্রীমন্তপুর, বেলোনিয়া এবং আখাউড়া আইসিপিতে ডেঙ্গু টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ত্রিপুরা প্রবেশের আগে বাংলাদেশি পর্যটকদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হচ্ছে। তিনি আরো জানান, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কীট প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তির শরীরে সামান্যতম ডেঙ্গুর লক্ষণ থাকলেও তা ধরা পড়বে। যদিও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি পর্যটকের শরীরে ডেঙ্গুর লক্ষণ পাওয়া যায়নি। ডেঙ্গু পরীক্ষায় পাস করলে ত্রিপুরায় প্রবেশের ছাড়পত্র মিলবে।  স্বাস্থ্য দপ্তর থেকে জানা গেছে, গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সবচেয়ে নাজুক অবস্থায় সিপাহীজলা জেলার সোনামুড়া এবং পশ্চিম ত্রিপুরা জেলা। ডেঙ্গু কবলিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালানো হচ্ছে। কোনো ব্যক্তির শরীরের জ্বর বা ডেঙ্গুর লক্ষণ আছে কিনা তাও দেখা হচ্ছে। সেই সাথে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশে চলতি বছরে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কয়েক হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেঙ্গু সংক্রমণ অতীতের সব রেকর্ড ছাপিয়ে যেতে পারে এবার। ইতিমধ্যে ডেঙ্গুজনিত কারণে মৃত্যু হয়েছে ২৫০ জনেরও বেশি মানুষের। এমন পরিস্থিতিতে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও অভিযোগ করেছেন, বাংলাদেশ থেকেই তার রাজ্যে ডেঙ্গু ছড়াচ্ছে। সেক্ষেত্রে ডেঙ্গু আটকাতে সীমান্তে ভারতে আগত বাংলাদেশি পর্যটকদের প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার দাবিও তুলেছেন।সূত্রঃ বিডিপ্রতিদিন।

Featured

01/08/2023

অমৃত রায়, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বানী ভবন হলে অবস্থিত মন্দির ব্যবহারের অনুমতি পাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা রোজ রবিবার (২৩/০৭/২৩) উপাচার্য বরাবর সনাতনী পাঁচশতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরিত  লিখিত আবেদন জমা দেয়। উপাচার্য মহোদয় বিষয়টি বিবেচনায় এনে আবেদনটি পূজা উদযাপন কমিটির আহ্বায়ককে দ্রুততর সময়ে মন্দির পরিদর্শন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠাকালীন সময় থেকে কোনো মন্দির বা উপাসনালয় নেই। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত জায়গা না থাকায় নতুন করে মন্দির স্থাপনের চেষ্টাও বারংবার ব্যর্থ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন বানী ভবন হলে বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বসবাস করেন। সেখানে অরক্ষিত অবস্থায় একটি মন্দির আছে। পরিচর্যা না থাকায় আর জায়গাটি দখলে সংরক্ষিত না হওয়ায় মন্দিরের জায়গা অবহেলিত হয়ে আছে। তাই বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে পূজা উদযাপন কমিটির তত্বাবধানে মন্দির ব্যবহারের জন্য পাঁচশতাধিক শিক্ষার্থীর সম্মতি সূচক সাক্ষর নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়। আবেদনের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন কমিটির আহ্বায়ক সহ শিক্ষকগণ মন্দির পরিদর্শন করেন এবং দ্রুত সময়ের মধ্যে এর রিপোর্ট জমা দিবেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা মন্দির ব্যবহার করতে পারবেন।

Featured

৩০ জুলাই ২০২৩ইং প্রকাশিত।

স্টাফ রিপোর্টার:  বগুড়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনার আস্থা, বিশ্বাস এবং প্র্রাণের সংগঠন এই  স্বেচ্ছাসেবক লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে এই সংগঠনের জন্ম। স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে  দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে। দেশের সকল দুর্যোগ মোকাবেলায় সামনে থেকে জীবন বাজি রেখে কাজ করেন। গতকাল শনিবার (২৯ জুলাই) বিকালে বগুড়া জিলা স্কুল মাঠে বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ এসব কথা বলেন।  তিনি আরো বলেন, ৭১এর পরাজিত শক্তি, জামায়াত বিএনপির অগ্নিসন্ত্রাসীরা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে আবারে মরিয়া হয়ে উঠেছে। তারা সারাদেশে আবারো সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাই স্বেচ্ছাসেবক লীগের  সকল নেতা কর্মীকে সকল অপশক্তির বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিতে সব সময় প্রস্তুত থাকতে হবে। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে সমাবেশে  প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি  ম.আব্দুর রাজ্জাক।  সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার রহমান শান্ত সঞ্চালনায় সমাবেশে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল, জাতীয় পরিষদ সদস্য মেহেদী হাসান রবিন, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু । সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক,  জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু জাফর সিদ্দিকী রিপন, লুৎফুল বারী বাবু, একেএম এনামুল বারী টুটুল, সহঃ অধ্যাপক মনিরুজ্জামান মনির, গোলাম হোসেন, মামুনুর রশিদ মামুন, কয়েল ইসলাম, মোহাম্মদ আলী সিদ্দিক, আবু বক্কর সিদ্দিক স্বাধীন, নাইমুর রাজ্জাক তিতাস, নাজমুল কাদির শিপন, আব্দুর রউফ, নুরুল আমিন শিশির, বনি ছদর খুররম, রেজাউল করিম রিয়াদ, নুরুন্নবী সরকার, আরিফুল হক বাপ্পী, নাসিমুল বারী নাসিম, লিটন শেখ, সুলতান মন্ডল সজল, আবদ্লুাহ আল নোমান, রাকিবুল ইসলাম রাজু, মামুনুর রশিদ মামুনসহ জেলা শাখা, পৌর শাখা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জিলা স্কুল মাঠে ফিরে এসে শেষ হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Featured

৩০ জুলাই ২০২৩ইং প্রকাশিত সংবাদ।

গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন

স্টাফ রিপোর্ট মোঃ জয় সরকার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২,৩৮,৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। তিনি গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

এতে দেখা যায়, মোট ৪৮০টি কেন্দ্রের ফলাফলে টেবিলঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন পেয়েছেন ২,৩৮,৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২,২২,৭৩৭ ভোট।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা।

এদিন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, মারামারি-হানাহানি বা কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটার এবং প্রার্থীরা।

গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার আছে ১৮ জন।

এবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটযুদ্ধে অংশ নেন ৩৩৩ জন প্রার্থী। এরমধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী রয়েছেন।

Featured

29/07/2023ইং প্রকাশিত সংবাদ।

আওয়ামী লীগ আগামীকাল রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়ায় সংঘাত এড়াতে একদিন পর কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার (৩১ জুলাই) সারাদেশে জনসমাবেশ করবে বিএনপি। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Featured

২১জুলাই ২০২৩ ইং প্রকাশিত

লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, আসামি সাড়ে তিন হাজার রাজনীতি  |বিশেষ প্রতিনিধি   লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সহিংসতা ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।  মামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করা হয়েছে। এতে আরও ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সাড়ে তিন হাজার জনকে আসামি করা হয়েছে।  অন্যদিকে কৃষকদল কর্মী মো. সজীব হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে নিহতের ভাই সুজন। সংঘর্ষের দিন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর বাড়িতে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনি সদর থানায় আরেকটি মামলা দায়ের করেন। এতে আড়াইশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  বুধবার (১৯ জুলাই) রাতে সদর থানায় মামলাগুলো দায়ের করা হয়।  জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। থানা পুলিশ জানায়, মঙ্গলবারের (১৮ জুলাই) সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, আগুন, ভাঙচুরের ঘটনায় বুধবার (১৯ জুলাই) রাতে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এ মামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাতনামা আরও দুই হাজার জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে একই সময়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সদর থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন। এ মামলায়ও বিএনপি নেতা এ্যানি চৌধুরীকে আসামি করা হয়েছে। তিনিসহ আরও ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০০ জনকে আসামি করা হয়েছে।  এদিকে হত্যার ঘটনায় নিহত সজীবের ভাই মো. সুজন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে পৃথক একটি মামলা দায়ের করেন। অপরদিকে জেলার কমলনগর উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর জেলা শহরের রামগতি সড়কের ঝুমুর সংলগ্ন এলাকায় বাড়ি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা আড়াইশ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়।

Featured

20/07/2023 ইং প্রকাশিত।

কিডনি কেনা-বেচা চক্রের ৫ সদস্য গ্রেফতার নগর জীবন  |   ২ ঘণ্টা আগে অনলাইন ডেস্ক দেশে অবৈধভাবে কিডনি কেনা-বেচা সক্রিয় চক্রের অন্যতম মূলহোতা মো. আনিছুর রহমানসহ (২৯) পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি দল। এসময় তাদের নিকট থেকে অঙ্গিকারনামা এবং ভুক্তভোগীর সঙ্গে করা চুক্তির এফিডেভিট কপি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ Copyright © 2015-2023 bd-pratidin.com

Featured

২০ জুলাই ২০২১ইং প্রকাশিত সংবাদ।

লক্ষ্মীপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৪ মামলা, আসামি ৩৫০০ দেশগ্রাম । লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরে পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় সদর থানায় ৪টি মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ৩৫০০ জনকে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে এবং পুলিশের কাজে বাধা ও পুলিশকে আহত করার ঘটনায় দুইটি মামলা করেছে। এই দুই মামলায় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে প্রধান আসামি করে ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ৩০০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া হত্যার ঘটনায় নিহত সজিবের ভাই মো. সুজন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক আসামির বিরুদ্ধে পৃথক মামলা করে। অপরদিকে জেলার কমলনগর উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু’র লক্ষ্মীপুর শহরের বাড়ি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে সদর থানা পুলিশের এসআই আনিছুর রহমান বাদী হয়ে বিস্পোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। এ মামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাতনামা আরও ১৫০০ জনকে আসামী করা হয়। পৃথক আরেকটি মামলায় সদর থানার এসআই মোজাম্মেল হোসেন বাদী হয়ে পুলিশের কাজে বাধা ও পুলিশকে আহত করার ঘটনায় বিএনপির একই নেতাকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০০ জনকে আসামি করে মামলা করে। এছাড়া হত্যার ঘটনায় নিহত সজিবের ভাই মো. সুজন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক আসামির বিরুদ্ধে পৃথক মামলা করে। অপরদিকে জেলার কমলনগর উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু’র লক্ষ্মীপুর শহরস্থ বাড়ি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়েছে। লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহাফুজ্জামান আশরাফ বলেন, পৃথক চারটি মামলায় মোট ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ হাজার জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় উল্লিখিত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।সুত্রঃ গণমাধ্যম।

Featured

১৬ জুলাই ২০২৩ ইং প্রকাশিত সংবাদ।

গাজীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার জাতীয়  |   ১৪ দিন আগে স্টাফ করেসপন্ডেন্ট স্টাফ করেসপন্ডেন্ট গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দেশিপাড়া এলাকায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার মূল আসামি মো. বাদল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জুন) দিনগত রাত ১২টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাদল গাজীপুর সিটি করপোরেশনের মেট্রোপলিটনের সদর থানার দেশিপাড়া […]

১৬ জুলাই ২০২৩ ইং প্রকাশিত সংবাদ।
Featured

১৮ জুলাই ২০২৩ইং প্রকাশিত সংবাদ।

গাবতলীতে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা জাতীয় । অনলাইন ডেস্ক ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরী পর্যায়ে আজ ও কাল পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে সরকার পতনের এক দফা ঘোষণার পর প্রথম কর্মসূচি হিসেবে পদযাত্রা করছে বিএনপি। মঙ্গলবার গাবতলী থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পালন হবে এ কর্মসূচি। এরই মধ্যে ব্যানার, ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী।   রাজধানীর গাবতলী থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হবে বাহাদুর শাহপার্কে গিয়ে। গাবতলী থেকে মগবাজার অংশে নেতৃত্ব দেবেন দলটির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। আর মগবাজার থেকে বাকি সাড়ে ৫ কিলোমিটার পথে অংশ নেবে দক্ষিণের নেতাকর্মীরা।      যাত্রাপথ: গাবতলী– টেকনিক্যাল মোড়– মিরপুর-১– মিরপুর-১০ গোল চত্ত্বর– কাজীপাড়া– শেওড়াপাড়া– তালতলা(আগারগাঁও)– বিজয় স্মরণী– কাওরান বাজার– এফডিসি– মগবাজার– মালিবাগ– কাকরাইল– নয়াপল্টন (বিএনপি অফিস)– ফকিরাপুল– মতিঝিল (শাপলা চত্বর)– ইত্তেফাক মোড়– দয়াগঞ্জ– রায়সাহেব বাজার মোড়। সুত্রঃ বিডি-প্রতিদিন

Featured

১৬ জুলাই ২০২৩ ইং প্রকাশিত সংবাদ।

গাজীপুরে মানবতাবিরোধী মামলার আসামি গ্রেপ্তার  জাতীয়  |   ২৩ ঘণ্টা আগে স্টাফ করেসপন্ডেন্ট  স্টাফ করেসপন্ডেন্ট  ঢাকা:  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মানবতাবিরোধী মামলার আসামি মো. কুতুব উদ্দিন ওরফে কুতুব আলী আনছারী (৭০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।  শনিবার (১৫ জুলাই) বিকালে গাজীপুরের সদর থানাধীন হক্কানী সোসাইটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।  রোববার (১৬ জুলাই) সকালে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মো. কুতুব উদ্দিন ওরফে কুতুব আলী আনছারীসহ অন্যান্য যুদ্ধাপরাধী রাজাকার বাহিনীর সদস্যরা অগ্নিসংযোগ, ধর্ষণ, পাশবিক নির্যাতন, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধী মো. কুতুব উদ্দিন ও তার সহযোগী রাজাকারদের নিয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় ইতুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধাদের হত্যা ও নির্যাতনসহ তাদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও একাধিক নারীকে ধর্ষণ করেন। এই ঘটনার প্রেক্ষিতে ২০২০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্তৃক একটি মামলা দায়ের করা হয়।  সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, ২০২১ সালের ২১ অক্টোবর যুদ্ধাপরাধী মো. কুতুব উদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেন।  এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১৫ জুলাই) বিকালে গাজীপুরের সদর থানাধীন হক্কানী সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে থাকতেন তিনি।  তার বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।সূত্র বাংলা নিউজ 24।

Featured

১৭ জুলাই ২০২৩ ইং প্রকাশিত সংবাদ।

গাজীপুরে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক আটক জাতীয়  |বিশেষ প্রতিনিধী:গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।  শনিবার (১৬ জুলাই) দিনগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।  আটক মো. সিহাব উদ্দিন (২৭) গাজীপুরের শ্রীপুর উপজেলার চরদমদমা এলাকার আ. সামাদ মোল্লার ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-ডিবি) মো. আসাদুজ্জামান জানান, কাঁধে ব্যাগ নিয়ে পায়ে হেঁটে ভোগড়া বাইপাসের দিকে যাচ্ছিলেন সিহাব। এ সময় পুলিশের চেকপোস্ট দেখে সিহাব দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে তার দেহ তল্লাশি করে। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। তিনি জানান, এ ঘটনায় সিহাবের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।সুত্র:বাংলানিউজ 24

Featured

১৬ জুলাই ২০২৩ ইং প্রকাশিত সংবাদ।

পুলিশে বড় রদবদল, একযোগে ৫১ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি জাতীয়  । অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়েছে। একযোগে পুলিশের ৫১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপন দুটিতে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান স্বাক্ষর করেছেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সিআইডির ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে ট্যুরিস্ট পুলিশে, সিআইডির অতিরিক্ত ডিআইজি (বর্তমানে উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম নাহিদুল ইসলামকে সিআইডিতে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) বিপ্লব বিজয় তালুকদারকে পুলিশ কমিশনার (ডিআইজি) রাজশাহী, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মোজাম্মেল হককে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রাজশাহী মহানগরী পুলিশ কমিশনার মো. আনিসুর রহমানকে রাজশাহী রেঞ্জ ডিআইজি করা হয়েছে। রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আবদুল বাতেনকে রংপুর রেঞ্জ ডিআইজি, রংপুর রেঞ্জ ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদকে অ্যান্টি টেররিজম ইউনিটে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো. জামিল হাসানকে বরিশাল রেঞ্জ ডিআইজি, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি (বর্তমানে উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) রখফার সুলতানা খানমকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (বর্তমানে উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জাকির হোসেন খানকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছে। এ ছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি (বর্তমানে উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মনিরুজ্জামানকে এসবিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (বর্তমানে উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলামকে ঢাকা ট্রেনিং ড্রাইভিং স্কুলে ও ঢাকা ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. নজরুল ইসলামকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। এদিকে পৃথক এক আদেশে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. দোলোয়ার হোসেনকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজ মারুফ হোসেন সরদারকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খানকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীকে নৌ পুলিশে, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত কমিশনার মো. ফারুক হোসনকে পুলিশের বিশেষ শাখা এসবিতে, রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত কমিশনার সামসুন নাহারকে পুলিশের বিশেষ শাখা এসবিতে, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানাকে পুলিশের বিশেষ শাখা এসবিতে এবং রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়। নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়কে রংপুর রেঞ্জে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে পুলিশ সদরদপ্তরে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে অধিনায়ক কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ হারুন অর রশীদকে সিলেট রেঞ্জে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন রীনাকে হাইওয়ে পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার লিটন কুমার সাহাকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি আবদুল মান্নান মিয়াকে চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিমকে অ্যান্টি টেররিজম ইউনিটে, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হেমায়েতুল ইসলামকে রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত কমিশনার এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরীকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. হাসানুজ্জামানকে খুলনা রেঞ্জে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমাকে ট্যুরিস্ট পুলিশে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সল মাহমুদকে রাজশাহী রেঞ্জে, র‌্যাবের পরিচালক চৌধুরী মঞ্জুরুল কবিরকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদকে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট, রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট মো. আব্দুর রাজ্জাককে বগুড়া ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, বগুড়া ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ আবু সায়েমকে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. মেহেদুল করিমকে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট এবং রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট এস এম আশরাফুজ্জামানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে পদায়ন করা হয়েছে। এ ছাড়া বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞাকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালক, বরিশাল মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুনকে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, পুলিশের বিশেষ শাখা এসবির অতিরিক্ত ডিআইজি মোহা. আহমার উজ্জামান গাজীপুর মহানগরী পুলিশের অতিরিক্ত ডিআইজি, রাজশাহীর সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মো. হামিদুল আলমকে বরিশাল মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট মো. রেজাউল করিমকে অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।সুত্র কালের কন্ট।

Featured

১৬ জুলাই ২০২৩ ইং প্রকাশিত সংবাদ।

গাজীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার জাতীয়  |   ১৪ দিন আগে স্টাফ করেসপন্ডেন্ট স্টাফ করেসপন্ডেন্ট গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দেশিপাড়া এলাকায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার মূল আসামি মো. বাদল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জুন) দিনগত রাত ১২টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাদল গাজীপুর সিটি করপোরেশনের মেট্রোপলিটনের সদর থানার দেশিপাড়া নতুনবাজার এলাকার মো. মনসুর আলীর ছেলে। নিহত ফাহরিয়ার আহমেদ ফারুক (৩৫) গাজীপুর সিটি করপোরেশনের দেশিপাড়া এলাকার নুরুল ইসলাম সিকদারের ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) আবু তোরাব মো. শামসুর রহমান জানান, গত ২৮ জুন সন্ধ্যায় দেশিপাড়ায় বাড়ির পাশে ছোট ছেলেকে নিয়ে চুল কাটাতে সেলুনে যান ফারুক। এ সময় সেলুন থেকে কাঠ বাগানে ধরে নিয়ে গিয়ে প্রকাশ্যে ফারুককে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান খুনিরা। ঘটনার পর পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এ ঘটনায় ২৯ জুন নিহত ফারুকের বাবা মো. নুরুল ইসলাম মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে মামলার প্রধান আসামি বাদলকে গ্রেপ্তার করে। জানা গেছে, ফারুক পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। জিজ্ঞাসাবাদে বাদল পুলিশকে জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ফারুককে কুপিয়ে হত্যা করেন। বাদল মাদকবিক্রেতা ও এলাকায় কুখ্যাত সন্ত্রাসী। তার নামে সদর থানায় মাদক মামলাসহ চারটি মামলা রয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে বাদলকে আদালতে পাঠালে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।সুত্র:বাংলানিউজ 24

Featured

১৬ জুলাই ২০২৩ইং প্রকাশিত এবিসি বাংলা টিভি সংবাদ।

দফারফা করে লাভ নেই সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে : বিশেষ প্রতিনিধী:৬ ঘণ্টা আগে অনলাইন ডেস্ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নানান ধরনের ফন্দি আঁটছে। তারা (সরকার) মনে করেছিল ২০১৪ এবং ১৮ সালের মত যেনতেন নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে পারবে। কিন্তু জনগণ আওয়ামী লীগ সরকারকে লাল কার্ড দেখিয়েছে। কোনো দফারফা করে লাভ নেই, সরকারকে ছাড়তেই হবে। শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনা এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবীউল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুর সাত্তার, লিটন মাহমুদ, হাজী মনিরসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেন, সরকার পতনের আন্দোলনে আমরা ছিলাম, আছি, থাকবো। আমাদের এক দফা এক দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। এবং আমাদের দল আগের চেয়ে আরও বেশি সংগঠিত।সুত্র :প্রতিদিন বাংলাদেশ।

Featured

১৫ জুলাই ২০২৩ইং প্রকাশিত সংবাদ।

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৬২৩ ডেঙ্গু আপডেট   |   ১৯ মিনিট আগে অনলাইন ডেস্ক দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৩ জন।  শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৬৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৯৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩২৩৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১৯ হাজার ৪৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ১০৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৩৪৫ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৪০৭ জন। ঢাকায় ৯ হাজার ৭৯৩ এবং ঢাকার বাইরে ৪ হাজার ৬১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।সুত্রঃ বিডি-প্রতিদিন/

Featured

১৫ জুলাই ২০২৩ ইং প্রকাশিত সংবাদ।

গাজীপুরে ফল ব্যবসায়ী খুন  জাতীয়  |   ১৩ ঘণ্টা আগে স্টাফ করেসপন্ডেন্ট স্টাফ করেসপন্ডেন্ট গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন হানকাটা ব্রিজ এলাকায় ছিনতাইকারীদের হাতে ফল ব্যবসায়ী খুন হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।  নিহত ব্যবসায়ী হলেন- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছাতিয়ানী এলাকার ওসমান আলী শেখের ছেলে মোমেন শেখ (৫০)। তিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন।  পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে ছাতিয়ানী এলাকার নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ফল কিনতে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় যাচ্ছিল মোমেন শেখ। একপর্যায়ে ওই অটোরিকশাটি হানকাটা ব্রিজ এলাকায় পৌঁছায়। এ সময় একটি পিকআপযোগে ৩-৪ জন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে। পরে ফল ব্যবসায়ী মোমেন শেখের কাছে থাকা ফল কেনার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে ছিনতাইকারীর সঙ্গে ফল ব্যবসায়ীর ধস্তাধস্তি হয়। এ সময় ছিনতাইকারীরা লোহার রড দিয়ে ফল ব্যবসায়ী মোমেন শেখের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে অটোরিকশা চালক তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মোমেন শেখকে মৃত ঘোষণা করেন।  গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এস আই) এহতেশাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সুত্রঃ বাংলানিউজ 24

৭ আগষ্ট ২০২৩ ইং প্রকাশ।

আন্দোলনের নামে সংবিধানে হাত দিতে চায় বিএনপি: আমু জাতীয়  |   অনলাইন ডেস্ক ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, আন্দোলনের নামে সংবিধানে হাত দিতে চায় বিএনপি। তারা সংশোধনের মাধ্যমে আবারও সংবিধানকে পাকিস্তানের ধারায় নিয়ে যেতে চায়। সোমবার (৭ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দলের শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনাকে সরিয়ে আবারও পাকিস্তান সৃষ্টির অপচেষ্টা করছে বিএনপি। যারা এদেশের স্বাধীনতা চায়নি তাদের গাত্রদাহ থাকবেই। তিনি বলেন, কারাবন্দী খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। একজন কারাবন্দী নেত্রীর সঙ্গে দলের নেতাকর্মীদের দেখা করার ব্যবস্থা করে দিয়েছে শেখ হাসিনা। আজ বিএনপি তাকেই সরানোর ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ প্রমুখ। সূত্রঃবিডি প্রতিদিন

Design a site like this with WordPress.com
Get started